
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় গৃহবধূ আছিয়া বেগম (৩২) বিষ পান করে আত্মহত্যা করেছে। আত্মহননকারী তালা মহল্লাপাড়া গ্রামের কাজী মিলনের স্ত্রী। মঙ্গলবার সকালে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালে বিষ পান করে আছিয়া বেগম। পরিবারের লোক জানতে পেরে তাকে তাৎক্ষনিক তালা হাসপাতালে ভর্তি করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে আত্মহননের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।