
নজরুল ইসলাম, তালা থেকে: তালা উপজেলার বালিয়াদহ গ্রামে গৃহবধূকে জোর পুর্বক ধর্ষণের চেষ্টার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মাদক ব্যাবসায়ী মনিরুলের বিরুদ্ধে।
ঘটনার বিবরনে প্রকাশ,গত সোমবার বিকাল আনুমানিক ৩ টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের সিদ্দিক গাজীর স্ত্রী তাদের কুল ক্ষেতে কাজ করছিলেন।এ সময় এলাকার আফছার সরদারের পুত্র মাদক ব্যাবসায়ী বহু অপকর্মের হোতা মনিরুল সরদার (৩০) কুল কেনার বাহানা দেখিয়ে ঐ গৃহবধূকে জোর পূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর ডাক চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে মনিরুল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মটর সাইকেলটি রেখে গিয়েছে।
ভুক্তভোগীর স্বামী সিদ্দিক গাজী ও এলাকাবাসী জানান, মনিরুল একজন মাদক কারবারী কাজের সাথে যুক্ত। সে এর আগে কয়েকবার মাদক সহ আটক হয়েছেন পুলিশের হাতে। পরে নিজ ক্ষমতার জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জেল হতে বেরিয়ে আসে। এদিকে তার এহন অপকর্মের কারনে এলাকার প্রায় ৩শত লোক মনিরুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য গন স্বাক্ষর করেছেন জেলা পুলিশ সুপার,উপজেলা নির্বাহি অফিসার এর কাছে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি জানা মাত্র থানা হতে একটি ফোর্স ঘটনাস্থলে গিয়েছিলো। এখন আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।