তালা প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যক সামনে রেখে সাতক্ষীরা তালায় বৃহস্পতিবার(১৪মে) অভ্যন্তরীন ২০২০ মৌসুমে উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে বোরো ধান/চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড, মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
তালা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারী খাদ্য পরিদর্শক মোঃ মিকাইল হোসেন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমুখ। এ বছর প্রথম পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে চাউল এবং ২৬ টাকা দরে ১৭১৬ মেঃটনঃ ধান ক্রয় করা হবে।