নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলায় মঙ্গলবার সকাল থেকে ১২ টি ইউনিয়ন পরিষদে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমার ইউনিয়নে দ্বিতীয় ধাপেও ৬০০ জনকে গণটিকা দেওয়া হয়। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমার ইউনিয়নে গন টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদেও একইভাবে টিকা দেওয়া হয়। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, সকাল থেকে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করছে স্বাস্থ’্য অধিদফতর। তালা উপজেলায় ১২টি ইউনিয়নে ৭ হাজার ২০০ জনকে গণটিকাদান কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে এবং টিকা মজুত থাকলে এ কার্যক্রম চলতে থাকবে।