
তালা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি”এর প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় সোমবার(২৪ ফেব্রæয়ারী) উপজেলা চত্তরে কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী তালা উপজেলা চত্তর হতে বের হয়ে আবার একই স্থানে এসে হাজির হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আব্দুল্লাহ আল-মামুনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়ার) সংসদ সদস্য এ্যড, মুস্তফা লুৎফুল্লাহ।
গোপালগঞ্জ,খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী,সাবেক মহিলা চেয়ারম্যান জেবুন্নেছা খানম, পল্লি উন্নয়ন অফিসার সঞ্জয় কুমার, তারা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা রির্পোটাসক্লাবের সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলামসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি মেলা উপলক্ষ্যে বিভিন্ন স্টল প্রদর্শিত হয়।