আকবর হোসেন,তালা: তালায় চর গ্রামে নাজমুল হোসেনের নেতৃত্বে একদল যুবক (ছাত্র ও ুুুুঁচাকুিরজীবি) মিলে ধান কেটে সেই টাকা অসহায় গরীব মানুষের মাঝে দান করে আলোড়ন সুষ্টি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা চরগ্রামে মোসলেম উদ্দিন এর পুত্র চাকুরীজীবি নাজমুল হোসেন এর নেতৃত্বে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগরসহ বিএল কলেজ খুলনার ছাত্র, তালা কলেজের ছাত্রসহ, চাকুরীজিবি সেলিম ছাত্র ফরিদ, আসাদ, সবুজ,আরিফ, শফিউর, শাহাদাৎ, পলাশ, টুটুল,স¤্রাট,ইমরান,রাখিন, মার্কিন চাকুরিজীবিদের নিয়ে করোনার জন্য অসহায় মানুষের কল্যানে চরগ্রাম যুব সংঘ নামের একটি দল গঠন করেছে। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেনা তাদের বিঘা প্রতি ২ হাজার থেকে ২৫০০ টাকা চুক্তি করে নিয়ে ধান কেটে দিচ্ছে। পারিশ্রমিকের সেই টাকা অসহায় মানুষের মাঝে বিতরন করছে। ইতোমধ্যে তারা ১০ বিঘা জমির ধান কেটে ৪০ জন অসহায় মানুষের মাঝে ১২ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরন করছে। ধান কেটে যত টাকা হবে সকল টাকা তারা অসহায় মানুষের মাঝে দান করবেন বলে তারা জানিয়েছেন। তারা কয়েকজন ব্যক্তির ধান বিনামূল্যে কেটে দিয়েছে।
এছাড়া মহামারি করোনার হাত থেকে বাঁচার জন্য সমগ্র গ্রামে জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরন, মাইকিং করা, মাস্ক বিতরনসহ গ্রামে সকল টিউবওয়েলে সাবান বিতরন করেছে এবং সেটা টিউওয়েল এর সাথে বেঁধে দিয়েছে। এছাড়া ২০ এপ্রিল গাজীপুর থেকে বাড়ীতে আসা দু’জন যুবককে তালা কপোতাক্ষ প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে রেখেছে। নিজ গ্রামের মানুষকে করোনার হাত থেকে রক্ষার জন্য বাহিরের লোক যাতে এলাকায় ঢুকতে না পারে সেজন্য এলাকায় লকডাউন করতে রাস্তায় ব্যারেকেট দিয়ে রেখেছিল সেটি একদল লোক ভেঙ্গে দিয়েছে যার জন্য পুলিশের হস্তক্ষেপ হয়েছে।
এ বিষয়ে নাজমুল হোসেনসহ একাধিক চাকুরীজীবি ও ছাত্ররা বলেন, করোনা উপলক্ষ্যে ছুটিতে বাড়ী এসেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না তাদের ধান কেটে দিচ্ছি এবং সেই টাকা অসহায় মানুষের মাঝে ভাগ করে দিয়েছি। যত টাকা আয় হবে সকল টাকা আমরা মানুষের কল্যানে ব্যায় করবো। তাছাড়া এখন রমজান মাস রোজা থেকে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তবুও মানুষের কল্যানে কাজ করতে পেরে সকল কষ্ট ভুলে গেছি।