বিশেষ প্রতিবেদক,তালা: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা নামক মহামারী ভাইরাসে আকাড় ধারণ করার সাতীরার তালা উপজেলার কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দু’টি স্থানে কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ করেছেন। বুধবার (৬ মে) সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনাসদস্যদের পৃথক দু’টি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়।
উপজেলার পাটকেলঘাটা এলাকায় বীজ বিতরণ ক্যাপ্টেন সাকিব ও ত্রিশমাইলে ক্যাপ্টেন জিসান জানান, করোনা ভাইরাসের কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার বিষয়ে কৃষক ভাইদের প্রতি আহবান জানিয়ে দুটি স্থানে আমরা বিভিন্ন প্রকারের সবজি চাষের জন্য বীজ বিতরণ করেছি । এই বীজ জেলা সহ সকল উপজেলায় বিতরণ করা হবে ।