আকবর হোসেন: তালায় করোনা টিকা গ্রহন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) উপজেলা সম্মেলন কক্ষে টিকা বিষয়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা স্বাস্কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ইউপি চেয়ারম্যানগন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়ালসহ সকল কর্মকর্তাবৃন্দ, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনসহ সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
টিকা সম্পর্কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার জানান, প্রথমত করোনার টিকা সরকারী স্বাস্হ্য কর্মী, বেসরকারী স্বাস্হ্য খাতের ডাক্তার ও সকল কর্মী, আইনশৃংখলা বাহীনির সদস্য, ফিল্ড লেবেল এর কর্মরত ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধ, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ ৫৫ বৎসর উর্দ্ধে সকল ব্যক্তি এই টিকা পাবেন। তিনি আরও জানান, টিকা নিয়ে ভয় পাওয়া যাবেনা, প্রথম টিকা নেওয়ার ৪ সপ্তাহ পরে ২য় ডোজ নিতে হবে, তাহা না হলে কোন কাজ হবে না।তবে যাদের কিডনি রোগ আছে তারা নিতে পারবে না, এছাড়াও যাদের জ্বর, ঠান্ডাজনিত রোগ, শ্বাসকষ্ট, খিচুনী, বেশী পরিমান এলার্জি আছে তারাও নিতে পারবেন না। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হট লাইন নং ০১৭৩০৩২৪৬১৯ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।