
নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভার্সা গ্রামের নজরুল ইসলামের মেয়ে উর্মি খাতুনের (১৮) বিয়ে হয় ৯ মাস আগে নগরঘাটা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রাজমিস্ত্রী তরিকুলের ছেলে ইমরান হোসেনের (২২) সাথে। যৌতুক হিসাবে নেওয়া ডিসকভার মোটরসাইকেল নিয়ে সুখেই চলছিল নতুন দম্পতির সংসার। বেকার থাকাতে সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে যৌতুক নেওয়া মোটরসাইকেল বিক্রয় করা নিয়ে দ্বন্দ শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। সোমবার (২৫ অক্টোবর) কয়েকবার ওই বধুকে শারীরিক নির্যাতন করা হয় বলে জানান স্থানীয়রা। ২৬ অক্টোবর আনুমানিক সকাল ১১.০০ টার সময় ওই বধু আত্মহত্যা করেছে বলে প্রচার দিতে থাকে ইমরানের পরিবার।
মেয়ের দাদা মব্বর সরদার জানান, আমার পুতনিকে (নাতনী) গভীর রাতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে ঘরের আড়াই ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে। খাট থেকে চালের আড়ার দ‚রত্ব চার থেকে সাড়ে চার ফুট হবে। এই দ‚রত্বে কেউ চাইলে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করা সম্ভব না। এঘটনার পর থেকে স্বামী ইমরান হোসেন ও শ্বশুর তরিকুল আত্মগোপনে আছে বলে জানা যায়।
অপরদিকে, এক প্রিক্যডেট স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বিনয় চক্রবর্তীর ছেলে অমল চক্রবর্তী (৫২) সবার অজান্তে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজের বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। শারীরিকভাবে অসুস্থ ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ জানান, স্কুল শিক্ষকের বিষয়টা আতœহত্যা। গৃহবধুর বিষয়টা প্ররোচনার মামলা হচ্ছে। পোস্ট মর্টেম না করে কোন কিছু বলা যাবে না।