
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লকডাউনে চলমান বিধি নিষেধ সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন শেখ শামস জুবায়ের, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানার এসআই চন্দন কুমার মন্ডলসহ সেনাসদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ তালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দের সাথে করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলামসহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।