তালা সংবাদদাতা: সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিআরএম বাঁধ ভেঙ্গে প্লাবিত ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে ) বিকাল ৪টার সময় বালিয়া গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল- হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বুধবার দুপুরে বালিয়া বেইলী ব্রীজের বেড়ীবাঁধ ভেঙ্গে নিম্নঞ্চল প্লাবিত হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক জানান, আমরা জেলা হতে ত্রান কার্যক্রম এর জন্য ৬৫ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে, ১০ কেজি চাউল, ১কেজি ডাউল, ১কেজি লবন, ১ কেজি সয়াবিন তৈল, ২কেজি আলু ও ১টি সাবান বিতরন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান জানান, আমরা ২০টি পরিবারের মাঝে এ ত্রান সহায়তা প্রদান করেছি, এর পরেও যদি কেউ ক্ষতিগ্রস্থ হয়, আমাদের জানালে আমরা সহায়তা প্রদান করবো।