আকবর হোসেন,তালা: তালায় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তালা দেওয়ানীপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রীদের উপর ইফটিজিং এর অভিযোগে তিন যুবককে আটক করেছে তালা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা তালা সদরের বারুইহাটি গ্রামের আলাউদ্দীন মোড়লের ছেলে রফিকুল ইসলাম (১৭) নাসিরউদ্দীন মোড়লের ছেলে রায়হান মোড়ল (১৭), একই এলাকার ও আব্দুর রহমান মোড়লের ছেলে মাহবুবুর রহমান মোড়ল (১৬)।অভিযোগে জানাযায়, বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তালা উপজেলা দেওয়ানীপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রীরা জেডিসি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে, তালার ভায়ড়া এলাকার ফাঁকা রাস্তায় কয়েকজন যুবক(ছাত্র) রায়হান মোড়ল, রফিকুল ইসলাম ও মাহবুবুর রহমানসহ আরো ৫/৬জন মেয়েদের উপর ইফটিজিং চালায় এবং ভয়ভীতি দেখায়।এসময় স্থানীয়দের সহযোগীতায় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের কাছে দেওয়ানী পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামছুর রহমান অভিযোগ করেন। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তালা থানার ওসিকে ইফটিজিং কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এঘটনায় তালা থানার পুলিশ রাতে তিন যুবককে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেন। আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।