
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা’র আয়োজনে ও তালা উপজেলা পরিষদের বাস্তবায়নে ১১ টি ইউনিয়নের ইউপি সদস্য/সদস্যাদের তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, সাতক্ষীরা- ১আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইসচেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোঃ মইনুল হোসেন।
প্রশিক্ষনে তালা উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা ও ৯৯ জন ওয়ার্ড সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।