নব কুমার দে, তালা থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের নিয়ম নিতি উপেক্ষা করে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৪নংকুমিরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল ও কৃষক লীগের সভাপতি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন। যাহা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় দলের আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার(১৮ ডিসেম্বর) তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসনোটে এটি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র (ক) ও (ঠ)৪৩ ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে আজীবন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সাম্পাদক রেজাউল করিমকে। অপরদিকে কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলহাজ্ব শেখ শাহবাজ আলী তার সভাপতি পদ থেকে অব্যহতি চেয়ে অব্যহতি পত্র জমা দিয়েছে তালা উপজেলা কৃষক লীগ সচিব বরাবর।