আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় ৭ বিঘা জমির আম বাগানের আড়াই শতাধিক গাছের ২ লক্ষাধিক টাকার আম নষ্ট করার অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরনে তালা থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী ফিরোজ সরদার জানান, তালা বারুইহাটি গ্রামের মৃত ফজর আলী সরদারের পুত্র আলাউদ্দিন সরদার প্রতিনিয়ত আমার স্ত্রী কাকলী বেগম(৩০) এর সাথে দেখা করতো। ২ মে আলাউদ্দিন সরদার আমার বাড়ীতে আসলে আমি তাকে আমার বাড়ীতে আসতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ জীবননাশের হুমকি দেয়।
ফিরোজ সরদার আরও বলেন, আমি মহান্দী গ্রামের গফুর শেখ এর পুত্র বাবুল শেখ এর নিকট ২০১৯ সালে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা দিয়ে আম বাগান ক্রয় করি। সেই আম বাগান আমি প্রায়ই দেখতে যাই। এ বছর ফলন ভালই হয়েছে। গত রাতে আমি আম বাগানে যাইনি। আমার ধারনা আলাউদ্দিন সরদার আমার ক্ষতি করার জন্য রাতে তার লোকজন সহ আম বাগানে এসে ৭বিঘার জমিতে লাগানো ২৫০ এর অধিক গাছের সকল আম কেটে মাটিতে ফেলেছে।
৭বিঘা জমিতে আমার ২লক্ষ টাকার বেশী আম বিক্রি হতো। তিনি আরও বলেন আমি গরীব অসহায় দিনমুজুর। এটাই আমার একমাত্র সম্ভল। আমি হার্টের রোগী। বর্তমানে আমি তেমন কোন কাজ করতে পারি না। এত করে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।
তিনি এর বিচার চেয়ে তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন এবং প্রশাসনের উর্দ্ধতন কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আম বাগানের ক্ষতির খবর শুনে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার্স ইসচার্জ মেহেদী রাসেল, তালা সদরের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনবঘোষ বাবুলসহ অসংখ্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্থ্য আমবাগান পরিদর্শন করেন। সকলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য তালা থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করেন।
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন সরদার এর নিকট মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, বিষয়টি মর্মান্তিক। আমি জানি না কে এই কাজ করেছে,তবে যেই করুক সঠিক তদন্ত করে এর সুষ্ঠ বিচার যেন হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।