
আকবর হোসেন, তালা থেকে: গ্রামকে শহর করার লক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশ, তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল খেশরা ইউনিয়নে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন সড়ক। বর্তমানে সড়কটির ডব্লিউ বি এম এর কাজ শেষের দিকে। আশার আলো দেখছে গ্রামবাসী। সড়কটির নামকরণ করা হয়েছে খেশরা ইউনিয়ন পরিষদ অফিস টু শালিখা বাজার ভায়া দক্ষিণ শাহজাতপুর বাজার এবং কেএসডি গার্লস স্কুল সড়ক।
তালা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, অনলাইন লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরার তালার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসু ট্রেডার্স উক্ত রাস্তাটির ঠিকাদার নির্বাচিত হন। কার্যাদেশ প্রাপ্তি সাপেক্ষে সড়টির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বর্তমানে সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। বাকী কার্পেটিং এর কাজ অতিদ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয়রা।
এ বিষয়ে খেশরা দক্ষিণ শাহজাতপুর গ্রামের বাসিন্দা শাহবুদ্দিন মোড়ল জানান, জন্ম থেকে দেখছি রাস্তাটির বেহাল দশা। অত্যন্ত কষ্ঠের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হতো। রাস্তাটি খারাপ হওয়ার কারণে অসুস্থ্য ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই কষ্ঠসাধ্য ছিলো।।বর্তমান সড়কটি নির্মান হওয়ায় আমদের মনে আশার সঞ্চার হচ্ছে।
এব্যাপারে মেসার্স বসু ট্রেডার্স এর স্বত্তাধিকারী কল্যান বসু এ প্রতিবেদক কে বলেন, তালা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলো দুরে অজোপাড়া গায়ে অবস্থিত সড়কটির নির্মাণ কাজের প্রায় ৭৫শতাংশ কাজ শেষ করে ফেলেছি। বাকি কাজ অতিদ্রুত শেষ করে দিবো।
স্থানীয় খেশরা ইউপি চেয়াম্যান মোঃ রাজীব হোসেন রাজু বলেন, রাস্তাটি নির্মান হলো স্থানীয় হাজারও মানুষের দুর্ভোগ লাঘব হবে। কিছ ুদিন আগে এখানকার কিছু ইট নিয়ে কথা উঠেছিলো। স্থানীয় লোকজনের আপত্তির কারনে ঠিকাদারি প্রতিষ্ঠান সে ইটগুলো অপসারণ করে নতুন ইট এনে কাজ বাস্তবায়ন করছেন।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, গ্রামের ভিতর সড়কাটি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সড়টির নির্মাণ কাজ শেষ হলে অত্র এলাকার তথা খেশরা ইউনিয়নের হাজারো মানুষের কষ্ট লাঘব সহ এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া অত্র এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য অতি সহজে বাজারজাত করতে পারবে।