
বিশেষ প্রতিনিধি/তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে এক জন গৃহবধূ করেনা(কোভিড-১৯)ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে । এই নিয়ে উপজেলায় মোট ৪জন(১জন সুস্থ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানাযায়,তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আল-আমীন শেখের স্ত্রী আসমা বেগম(২৩) সর্দি,কাশি,জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গেলে। ডা:অনিমেষ কুমার তার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৮ জুন (সোমাবার)গৃহবধূর রিপোট পজেটিভ আসে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজিব সরদার জানান, গৃহবধূ আসমার করোনা ভাইরাস পজেটিভ আসায়। স্থানীয় পাটকেলঘাটা থানা প্রশাসনকে লতডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে ।
খলিষখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর হোসেন জানান,সোমাবার কাটাখালী গ্রামের গৃহবধূ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তথ্য নিশ্চিত করেছেন। আমার ইউনিয়নে মোট ২ জন(গৃহবধূ)করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সকলকে আতঙ্কিত না হয়ে, সচেতন হবার আহব্বান করছি ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান,খলিষখালী ইউনিয়নে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় থানার কুইক রেসপন্স টিম আশাপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে ।