মোঃ আকবর হোসেন,তালা: “আমরা দূণীতির বিরুদ্ধে একতাবদ্ধ, দুর্নীতিকে করব শেষ, সবাই মিলে গড়ব সোনার দেশ”এই প্রতিপাদ্যকে সামরে রেখে তালায় সোমবার (৯অক্টোবর) আন্তর্জাতিক দূণীতি বিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে।
তালা উপজেলা প্রশাসন এর আয়োজনে সকালে একটি র্যালি উপজেলা চত্তর হতে বের হয়ে তালা উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালিটি উপজেলা চত্তরে শেষ হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর পরিচালনায় উক্ত দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, দূণীতি নিমূল কমিটির সভাপতি ও ভুমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত শাহা, জাতীয় মহিলা সংস্থা তালার চেয়ারম্যান সুপতা রাহা, তালা জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আকবর হোসেন, জনতা ব্যাংক অফিসার শাহানুর আলম, অফিসার মোঃ শাহিনুর রহমান, জিএম নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডল, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কোয়াডিনেটর সুনান্দা ভদ্রসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।