নজরুল ইসলাম, তালা থেকে: তালার জাতপুর বাজারের বিশ্বাস অটো প্রসেস এন্ড রাইচ মিলের ব্যবসায়ীদের ২০ হাজার টাকা ও চৌধুরী হামিদা প্রসেস রাইচ মিলের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা।
মঙ্গলবার (১১অক্টোবর) সকাল ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে তালা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় আঠাশ চাউল প্রসেস করে মিনিকেট চাউল তৈরী করে প্রতারনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার অভিযোগে বিশ্বাস অটো প্রসেস এন্ড রাইচ মিলের ব্যবসায়ীদের ২০ হাজার টাকা ও চৌধুরী হামিদা প্রসেস রাইচ মিলের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম ও জাতপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল হাসান শেখ সহ বণিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান জানান,তালার জাতপুর বাজারের দুটি মিলে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন( ২০০৯)লঙ্ঘন করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।