আকবর হোসেন তালা: সাতক্ষীরার তালায় আকিজ ডেইরি লিঃ এর আয়োজনে আধুনিক মেশিনের মাধ্যমে দুধ পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে, মহান্দী চিলিং সেন্টারে আধুনিক মেশিনের মাধ্যমে দুধ পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, তালা থানার পক্ষে জাতপুর ইনচার্জ সরদার মাসুম বিল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় বিশ্বাস, এসিডিআই এর কান্ট্রি রিপ্রেজনটেটিভ নুরুল আমিন সিদ্দিকী, এসিডিআই এর ডেপুটি চিফ পাটিএলপিন মোঃ কামরুজ্জামান, এসিডিআই এর মার্কেট সিষ্টেম স্পেশালিস্ট মোঃ সালিম। স্বাগত বক্তব্য প্রদান করেন আকিজ ডেইরি লিঃ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মুরাদ আলী। পবিত্র কোরআন তেলওয়াত করেন হাজরাকাটি জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ আবুবক্কর সিদ্দিকী, খামারীদের পক্ষে বক্তব্য প্রদান করেন স্বপন ঘোষ, হাজরাকাটির রাশিদা বেগম, মশিয়ার বিশ্বাস। সোসাইটি ম্যানেজারের পক্ষে উজ্জল ঘোষ, সঞ্জয় কুমার ঘোষ প্রমুখ।