কিশোর কুমার: তালায় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রতারনা পূর্বক গৃহবধূকে ধর্ষনের অভিযোগ উঠেছে । লম্পট ঐ আওয়ামীলীগ নেতা তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও দোহার গ্রামের ফাজেল সানার পুত্র কামাল সানা(৩৫)। ধর্ষনের শিকার ঐ নারী তালা উপজেলার জেঠুয়া গ্রামের দুই সন্তানের জননী (২৫)। সরজমিনে তদন্ত করতে গেলে ধর্ষিতা জানান, আমার স্বামী ইটভাটায় কাজ করার সুবাদে দীর্ঘদিন যশোরে অবস্থান করে আসছিল । কামাল সানা আমার স্বামীর দূসম্পর্কের আত্মীয় হয়। এর সুত্র ধরে সে আমাদের বাড়িতে প্রায় যাতায়াত করত। কিন্তু হঠাৎ একদিন তার কুদৃষ্টি পড়ল আমার দিকে। এক পর্যায়ে সে আমাকে কুপ্রস্তাব দিয়ে বসে । আমি তাতে রাজী না হওয়ায় সে গত ৫/১০/২০১৯তারিখ দুপুরে সে আমাকে নদীর ধারে কৌশলে ডেকে নিয়ে যায়।সেখানে আমাকে জাপটে ধরে তার সাথে থাকা অজ্ঞাত ব্যাক্তির সহয়তায় সাথে থাকা ক্যামেরায়
কয়েকটি অশ্লীল ছবি তোলে। এরপর সে আমাকে বলে, আমার প্রস্তাবে রাজী না হলে তোর ছবি ইন্টারনেটে ছেড়ে দিব, তোর স্বামীর কাছে দিব, তোর সংসার ভাঙবে। আমি সেখান থেকে কোন রকম ভাবে পালিয়ে সে যাত্রা রক্ষা পাই। কিন্তু সুচতুর ঐ লম্পট কামাল তারপরও আমার পিছু ছাড়েনা এর ধারাবাহিতায় গত ১৫/১০/২০১৯ তারিখ সন্ধ্যায় আমার বাড়িতে প্রবেশ করে প্ররতারনার মাধ্যমে অশ্লীল ছবি দেখিয়ে জিম্মি করে আমাকে ধর্ষন করে বলে , এ ঘটনা কাউকে জানালে তোর স্বামী সন্তানদের সবাইকে মেরে ফেলব। আমি নিরুপায় হয়ে কাউকে কিছু না বলে চুপ করে যাই। কিন্তু তারপরও ঐ প্রতারক লম্পট গত বুধবার তার কাছে থাকা অশ্লীল ছবিগুলো আমার স্বামীর কাছে পৌছে দিয়েছে । আমার এখন সংসার ভেঙে যাচ্ছে কি করব তা বুঝতে পারছিনা। তাই অবশেষে আমি আমার স্বামী আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে বৃহস্পতিবার সন্ধায় তালা থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে আসি। কিন্তু এখনও কামাল ও তার সহযোগী লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। আমি এই ঘটনার দ্রুত বিচারের দ্বাবী জানাচ্ছি।
ঘটনার বিষয় নিয়ে স্থানীয় ঐ আওয়ামীলীগ নেতা কামাল সানার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, এক কুচক্রী মহল আমার মান সম্মান নষ্ট করার জন্য ঐ মহিলাকে ব্যবহার করছে। এটা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা ঘটনা। সব আমার টাকা পয়সা হাতানোর ধান্দা।
এ বিষয়ে জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তির কাছে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি। কামালে বিরুদ্ধে অভিযোগ প্রমান হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
বিষয়টা নিয়ে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেলের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি বিষয়টা নিয়ে তদন্ত চলছে সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। বিস্তারিত আপনাদের পরে জানাব।
ঘটনার বিষয় নিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে কথা বলে তারা জানায়, কামাল সানার মত দুশ্চরিত লম্পট এলাকায় আর কেহ নেই। সে ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থেকে সকল অপকর্ম করে বেড়ায়। আমারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।