
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় অ্যারাইজ এজেড ৭০০৬ বীজ ধানের মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর আয়োজনে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সামছুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ধান চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ সুব্রত কুমার রায় ও পরিচালনা করেন টিডিও সাতক্ষীরা মোঃআব্দুল মজিদ।