
বিশেষ প্রতিনিধি,তালা:তালায় মহাকবি মাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে একটি কার্গো আটক সহ মালিকে এক(১) মাসের সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন।উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায়,পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামের লুৎফর রহমানের ছেলে আতিয়ার রহমান (মতিয়ার) দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। গতকাল সোমবার উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া নামক স্থানে অবৈধ ভাবে বালি উত্তোলন করছিল। উক্ত সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। তিনি সেখানে হাজির হয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে বালি মহল ও মাটি ব্যাবস্থপনা আইন ২০১০এর (১৫)১ ধারার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্গো জব্দ ও মালিককে ১ মাসের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন।