মোঃ আকবর হোসেন,তালা: তালায় বুলবুলের আঘাতে তালা শতদল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশরুমের চাল ভেঙ্গে টিন উড়ে, দেয়াল ফেটে প্রায় ৫০ হাজার ক্ষতি হয়েছে। ব্যাহত হচ্ছে পাঠদান, দ্রুত সংস্কারের দাবি।
সরজমিনে গিয়ে দেখা যায়, ক্লাশরুমের চালের উপর গাছ পড়ে টিনসহ ঘরের চাল ভেংগে গেছে, ঝড়ে উড়ে গেছে টিন, দেয়াল ফেটে গিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘরটি মেরামত করা না করার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে। বুলবুলের ঝড়ের আগের ঝড়ে টিন উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছিলো। ক্ষতি পুরনের দাবি করে কর্তৃপক্ষের বরাবর আবেদন করেও কোন সুরাহা হয়নি বলে জানান স্কুল কতৃপক্ষ। এছাড়া উক্ত স্কুলের শিক্ষার্থীদের নিকট হতে কোন বেতন নেওয়া। স্কুলের সকল ব্যয়ভার ম্যানিজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের নিজেস্ব তহবিল হতে খরচ করতে হয় বলে জানান শিক্ষকরা। বর্তমানে স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা ২শত ৫০ জন। শিক্ষকরা আরও জানান, স্কুলের শিক্ষক ও ছাত্রদের জন্য বাতরুম তৈরির জন্য ২১ হাজার টাকা খরচ করতে হয়েছে। সকল টাকা স্কুলের শিক্ষকদের নিজেস্ব তহবিল হতে খরচ করা হয়েছে। প্রধান শিক্ষক এসএম সামছুল আলমসহ সহকারী প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক মোঃ এনামুল কবির, সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল আলম সকলে একবাক্যে বলেন আমরা স্কুলের প্রায় সকল ব্যায় আমাদের নিজেদের অর্থায়নে করে থাকি। কোন শিক্ষার্থীদের নিকট হতে কোন বেতন নেওয়া হয়না। আমাদের স্কুলটি সরকারী নয়। সরকারী স্কুলের শিক্ষকদের মত বেতন পাইনা। স্কুলের খরচের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করলেও তেমন কোন সুফল পাওয়া যাচ্ছেনা। গত ঝড়ে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছিলো। কৃর্তপক্ষের নিকট চাহিদা দিলেও কোন সুরাহা হয়নি। শেষে নিজেস্ব অর্থায়নে খরচ করেছি।
এ বিষয়ে ম্যানিজিং কমিটির সভাপতি ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান বলেন, আমাদের স্কুলের শিক্ষার্র্থীদের নিকট হতে কোন বেতন নেয়া হয়না। ঝড়ে ক্লাশরুমের অনেক ক্ষতি হয়েছে। স্কুলটির ক্লাশরুম মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি।