নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা স্কুলটির কলাপসিবল গেটের তালা ভেঙে এই কান্ড ঘটায়। স্কুল কর্তৃপক্ষ বলছে, সরকারিভাবে নাইটগার্ড নিয়োগ না দেওয়ায় বারবার এমন চুরির ঘটনা ঘটে চলেছে।
রাঢ়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরী জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে সরকারি ছুটি ছিলো। সোমবার সকালে স্কুলে গিয়ে কলাপসিবল গেটের তালা খোলা পাওয়া যায়। ভেতরের গিয়ে দেখা যায়, কে বা কারা বিভিন্ন কক্ষের কাঠের দরজা ভেঙে ২৪টি ফ্যান, কাঁসার ঘন্টা সহ বর্জ্য নিরোধক তার চুরি করে নিয়ে গেছে। এর মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এছাড়া চোরের দলটি স্কুলের টেবিল ও চেয়ার ছাড়াও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে রেখে দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, স্কুলে চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি নিজ উদ্যোগে ওই এলাকায় পাহারার ব্যবস্থা জোরদার করবেন বলে জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে(৮৫৭)। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।