নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মীর্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার বিকেলে এঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি মোর্শেদুল হক জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহি একটি বাস মীর্জাপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুর ট্রাকের ধাক্কায় বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধার করে। আহতদের সাতক্ষীরা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয়নি।
তালার মীর্জাপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত- ১০
পূর্ববর্তী পোস্ট