নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা বাজার কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। শুক্রবার (১০ জুন) সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ মুসলিম উদ্দিন। মাগুরা বাজারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ভোট পোল হয়েছে ২৭০টি। এর মধ্যে ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে উত্তম কুমার সেন (বাবুলাল)। নিকটতম প্রতিদ্ব›দ্বী মতিয়ার রহমান ১১৭ ভোট পেয়ে পরাজিত হয়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছে রাজিবুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোকাম গাজী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মালেক বিশ্বাস।