
শেখ ইমরান, তালা থেকে: তালা উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন তালা বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তালা বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সূর্য কান্ত পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফটিক, প্রচার সম্পাদক রহুল আমিন, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।