বিশেষ প্রতিবদক, তালা: তালার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমি জবর দখল করার অভিযোগ উঠেছে মাজেদ দফাদারের আপন ভাইয়ের বিরুদ্ধে। তথ্য সূত্রে জানাযায়, তালা উপজেলার ধুলন্ডা মৌজা ও ধুলন্ডা গ্রামের প্রিন্ট পর্চার ৯১ খতিয়ানের ৩৫৪ দাগের ৪৯ শতক জমির মধ্য ওয়ারেশ সূত্রে ৫ শতক জমি প্রাপ্ত হন মৃত আব্দুল মালেক দফাদারের ছেলে মাজেদ দফাদার। উক্ত ৫ শতক জমিতে শান্তিপূর্ন ভাবে দীর্ঘ বছর ভোগ দখল করে আসছিলেন তিনি। ওই জমির উপরে মাজেদ দফাদারের গাছ-গাছালি রোপন করা রহিয়াছে। তদত সত্বেও মাজেদ দফাদারের আপন ভাই আরিজুল দফাদার উক্ত জমি দাবি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আরিজুল দফাদার আদালতে ১৪৫ ধারার একটি মামলা দায়ের করেন। মামলার আদেশে অনুযায়ী নালিশী জমির স্থিতিবস্থা বাজায় ও ১ম পক্ষ ঘর সংস্কার করার আদেশ প্রদান করেন। আদালতের আদেশে আরও উল্লেখ্য করা আছে প্রথম পক্ষ নতুন ঘর নির্মাণ করিতে পারবেন না। কিন্তু ওই জমির উপরে ১ম পক্ষ আরিজুল দফাদারের কোন ঘর না থাকায় আইনের ফাঁককে কাজে লাগিয়ে রাতারাতি মাজেদ দফাদারে ভোগদখলীয় জমি জবর দখল করে নেন। এমতবস্থায় নিরুপায় হয়ে মাজেদ দফাদার আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়াতা চাইলে থানা প্রশাসন তাকে আদালতের দারস্ত হতে বলেন। ভুক্তভোগী মাজেদ দফাদার জানান, আমার পিতার মৃত্যুঅন্তে ৫ ভাই,২ বোন ও মায়ের জন্য জমি ভাগ করিয়া ৩৫৪ দাগের জমির মধ্য ওয়ারেশ অনুযায়ী ৫ শতক জমি ভোগদখল করিতেছিলাম। কিন্তু আমার আপনার ভাই উক্ত জমি রাতারাতি জবর দখল করিয়া দেন। আমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমি আইনুযায়ী ফেরত পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।