প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
তালার ধানদিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড না পাওয়ায় ক্ষোভ
নব কুমার দে (তালা থেকে): সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সারসা (দক্ষিণ) গ্রামের অসহায় ও দুস্থ মানুষদের ভিজিডি কার্ড না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সারসা (দক্ষিণ) গ্রামের দিনমজুর খায়রুল ইসলাম গাজী বলেন, “আমি একজন অসহায় মানুষ। ঘরবাড়ি কিছুই নেই। দীর্ঘ ১৫ বছর ধরে চেষ্টা করেও কোনো ভিজিডি কার্ড পাইনি। শুধু বিএনপি করার কারণে মেম্বার আমাকে বঞ্চিত করেছেন। অথচ যারা প্রকৃতভাবে কার্ড পাওয়ার যোগ্য নন, তাদের কার্ড করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার জন্য কার্ডের সুপারিশ করলেও, বিতরণের সময় ইউপি সদস্য আব্দুর রহমান ফকির তাকে কোনো খবর দেননি। ফলে তার স্ত্রী চাল গ্রহণ করতে পারেননি। যাচাই-বাছাইয়ের সময় তার স্ত্রী উপস্থিত ছিলেন এবং এ বিষয়ে সাক্ষ্য দিতে পারেন স্থানীয় বাসিন্দা ইমান আলী সরদার, মুক্তাজুল ইসলাম এবং দফাদার জান্নাতুল ফেরদৌস।
নেছার আলী গাজী, মনিরুল মোড়ল, ইকবাল সরদার, মোশাররফ সরদারসহ অনেকেই অভিযোগ করেন যে, ইউপি সদস্য আব্দুর রহমান ফকির প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে সুবিধাভোগী নন এমন ব্যক্তিদের কার্ড দিয়েছেন। এতে গ্রামজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান খায়রুল আমার মামা। আমি তার কার্ডের সুপারিশ করেছিলাম। কিন্তু যাচাই-বাছাইয়ের দিন তার স্ত্রী উপস্থিত না থাকায় তার কার্ড বাতিল হয়। তবে ভবিষ্যতে অবশ্যই খায়রুলের কার্ড হবে।”
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান ফকির বলেন, “যাচাইয়ের দিন খায়রুলের স্ত্রী হাজির না থাকায় কার্ড বাতিল হয়েছে। তবে পরবর্তীতে নতুন কার্ড এলে খায়রুলকে সুযোগ দেওয়ার চেষ্টা করব।”
তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করেছেন। এ ঘটনায় গ্রামের অসহায় মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.