তালা অফিস: প্রায় ৫শ’ বছরের পুরতান তালা উপজেলার জেঠুয়া সরদারপাড়া জামে মসজিদের সংস্কার ও ঐতিহ্য ধরে রাখার জন্য নতুন করে উদ্যোগ গ্রহন করা হয়েছে। এলক্ষ্যে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ পরিচালনা কমিটি, মসজিদ সংস্কার ও মসজিদের অবকাঠামো উন্নয়ন সহ নানান কর্মপরিকল্পনা গ্রহন করা হয়েছে।
জানাগেছে, জেঠুয়া সরদার পাড়া জামে মসজিদ প্রায় ৫শ’ বছর পূর্বে স্থাপিত হয়। সময়ের আবর্তে মসজিদের অবকাঠামো ধ্বসে পড়ছিল এবং এখানে নামাজ আদায় করতে মুসল্লিদের সমস্যার সম্মুখীন হচ্ছিল। এমতাবস্থায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উদ্যোগ নিয়ে ইতোমধ্যে মসজিদটি সংস্কার কার্যক্রম শুরু করে। এছাড়া মসজিদের বড় ভবন নির্মানের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। এজন্য ইতোমধ্যে এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. মোবারক করিমকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. খলিলুর রহমানকে সাধারন সম্পাদক এবং ইমাম ডা. আলাউদ্দীনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।