
বিশেষ প্রতিবেদক, তালা: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে জালালপুর ইউনিয়নের ৪নং (জেঠুয়া) জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেঠুয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ড জাপার সভাপতি সরদার সাহিনুর ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল সাহেব, মুহা. আমিরুল ইসলাম আলম, জালালপুর ইউনিয়ন জাপার সভাপতি মো. হাসেম আলী গাজী, সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ডা. শ্রী রনজিৎ চৌধুরী, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির মো. কামরুজ্জামান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সরদার, ১নং ওয়ার্ড জাপার সাধারন সম্পাদক মোল্ল্যা মুহা. আকবর আলী, মো. আজিবর ফকির, জাতীয়যুব সংহতি ৪ নং ওয়ার্ড সভাপতি মো. মনিরুল গাজী, সাধারন সম্পাদক মুহাঃ রিফাত মোল্ল্যা, জাতীয় ছাত্র সমাজ নেতা এসএম রাশেদুজ্জামান, জাতীয় ছাত্র সমাজ ৪নং ওয়ার্ড সভাপতি মো. রেজওয়ান গাজী, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ইমন গাজী, ছাত্র সমাজনেতা মো. স্বাক্ষর খান, রবিউল ইসলাম শেখ, মো. মনিরুল ইসলাম মনি, মো. ইসরাফিল গাজী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, পল্লীবন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী ও বর্তমান এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ সাতক্ষীরা মহাকুমাকে জেলায় রুপান্তর তালা,কলারোয়া কলেজ, তালা বিদে হাইস্কুল, তালা বালিকা বিদ্যালয় সরকারি করেন, আঠার মাইল থেকে পাইকগাছা ৩৩ কিঃ দলুয়া থেকে কলারোয়া পর্যন্ত পিচের রাস্তা নির্মান,কালভাট ব্রিজ সহ দক্ষিনপশ্চিমাঞ্চালে অভাবনীয় উন্নয়নের ফিরিস্থি তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ জননেতা সৈয়দ দিদার বখত্ কে এম,পি নির্বাচিত করলে সুশাসন উন্নয়ন অধিকার ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। তিনি জনগনের প্রতি আহব্বান জানিয়ে আরও বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আমার হাত দিয়ে তালা ও পাটকেলঘাটায়কে পৌরসভায় রুপান্তরিত করা হবে।