নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ডাকাত ও চোরের আতঙ্কে রাতের ঘুম হারিয়ে গেছে। গঙ্গারামপুর গ্রামের সাধারণ জনগণ ডাকাত ও সংঘবদ্ধ চোরের হাত থেকে রক্ষা পেতে লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলা ও থানায়। পাটকেলঘাটা থানাধীন দুই জনকে আটক করেছে পুলিশ। একজন বরাতপুর গ্রামের নজরুল সরদার ওরফে (সাদ্দাম)(৩৭)সে করিম সরদারের ছেলে আর একজন আসামী সুমন সরদার সে একই থানার নওয়াকাটী গ্রামের আবুল সরদার এর ছেলে ধৃত এই ব্যাক্তিদের বিরুদ্দে ডুমুরিয়া তালা ও পাটকেলঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযোগে বলা হয়ছে সংঘবদ্ধ চোর ডাকাত দল বহিরাগত স্ব স্ব ব্যক্তি শুরবাড়িতে অবস্থান করে। কিন্তু তারা এলাকায় রাতের আধারে গরু, ছাগল, ভেড়া মহিষ, ইঞ্জিভ্যান, ইজিবাইক, সাইকেল, মটরসাইকেল ডাকাতি করে বিভিন্ন হাটবাজারে বিক্রয় করে।
গত রবিবার (২২মে )আনুমানিক রাত দুই টার দিকে গঙ্গারামপুর গ্রামের মফিজুল শেখের গোয়াল ঘর থেকে দুইটি গাভী গরু চুরি হয় যার আনুমানিক মুল্য পাঁচলক্ষ টাকা। চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার সাধারন জনতা ধাওয়া দিলে গরু রেখে পালিয়ে যায় চোরেরা। এর (৬মাস )পুর্বে সুমন নামের এই চোর উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর বাড়ি থেকে একটি সাইকেল চুরি করে সিসি ক্যামেরায় ধরা পড়ে। কিছুদিন পরে তালার ঘোষনগর গ্রামের আকাম শেখে মটরভ্যান চুরি করে পাটকেলঘায় জনতার হাতে আটক ও ইজিবাইক চুরি করে ডুমুরিয়ায় পুলিশের হাতে আটক হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন। আসামিদের নামে তিনটি মামলা হয়েছে ডাকাতির চেষ্টা (১টা) চুরির (২টা) এদের আইনের আওতায় আনা হবে।