কিশোর কুমার ঃ তালার খলিষখালী পল্লীমঙ্গল মাঠকমিটি আয়োজিত কে,পি,এল টি টোয়েন্টি অমিত, শেখর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১০টায় খলিষখালী পল্লীমঙ্গল মাঠে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মাঠকমিটির আহবায়ক গৌতম কুমার মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়ন আওয়মীলীগ যুগ্ম সম্পাদক সরদার শরিফুল ইসলাম,সহ-সভাপতি সুনীল দে, সরদার কামরুজ্জামান, ইউপি সদস্য উত্তম কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়মীলীগ নেতা অশোক লাহেড়ি, সুজিত হোড়,খলিষখালী ইউনিয়ন ওয়ার্কাস পাটির সভাপতি সুফল আইচ,খলিষখালী ক্যাম্প ইনচার্য কতুবউদ্দীন, যুবলীগ নেতা বাবলা সরদার, দেবশিষ সিংহ প্রমূথ। এসময় প্রধান অতিথি বর্তমান যুব সমাজকে মাদক সেবন থেকে বিরত থেকে খেলাঘুলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান ওঅনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।