কিশোর কুমার, তালা: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে তালার খলিষখালীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খলিষখালী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আলীগের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমীর দাশের সভাপতিত্বে ও তালা উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমানের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের নৌকা মনোনিত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের, যুগ্ম সম্পাদক শেখ সাইদ উদ্দীন, সাংগনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মীর মহাসীন আলী, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাশ প্রমূখ।অনুষ্ঠানে কোরআন তোলায়ত করেন তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন ও গীতাপাট করে খলিষখালী যুবলীগের যুগ্ম আহবায়ক বিপ্লব মুখার্জী চাঁদু। এসময় বক্তরা দলীয় সকল বিবেধ ভুলে আগামী ৭ জানুয়ারি নৌকার ভোট দেওয়ার আহবান জানান।