
কিশোর কুমার ঃখেলাকে হ্যা বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে ১জানুয়ারি বুধবার সন্ধায় খলিষখালীতে রয়েলক্লাবের শুভ উদ্ভোধন হয়েছে। ক্লাবের সভাপতি সবুজ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাংবাদিক বাবলা সরদার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খলিষখালী ইউপি সদস্য উত্তম কুমার দে, ইউ পি সদস্য সবুর সরদার।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক মেহেদি হাসান,যুবলীগ নেতা আজিজুর রহমান গাজী,আলমগীর সরদার, সাইফুল সরদার,খলিষখালী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি ফারদীন এহসান দ্বীপ প্রমূথ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তোলায়াত ওগীতা পাটের মাধ্যমে শুরু হয়। এর পর ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন রয়েল ক্লাবের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রাজু।