প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০১৯, ৯:৫২ অপরাহ্ণ
তালার খলিষখালীতে ভিজিডি চাল বিতরন কর্মসুচি অনুষ্ঠিত
কিশোর কুমারঃ তালা উপজেলার খলিষখালীতে আসহায় ও হতদরিদ্রের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান চাল বিতরন কর্মসুচির শুভ উদ্ভোধন করেন। এ সময় সেখানে উপস্থিত২০২জন কার্ডধারীর মাঝে প্রত্যেকে ৩০কেজি ভি জি ডি চাল প্রদান করা হয়। উক্ত চাল বিতরন কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন,ইউপি সদস্য তপন বাছাড়,ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য পঙ্কজ রায়, সাবিত্রী সরকার, যুবলীগ নেতা আজিজ গাজী, সুজায়েত সানা প্রমূথ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.