
নজরুল ইসলাম, তালা: তালা থানার ইনচার্জ চৌধুরী রেজাউল করিমকে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের অফিসার ইনচার্জ ক্রাইম পদে বদলীর আদেশপ্রাপ্ত হওয়ায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বেলা দুইটায় তালা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। গতকাল ২৩ আগস্ট ২০২৩ সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার অফিসার ইনচার্জ পদে তাকে যোগদান করা আদেশ প্রদান করা হয়। ইতিমধ্যে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলামকে তালা থানার অফিসার ইনচার্জ পদে যোগদানের জন্য সরকারি আদেশ জারি করা হয়েছে। সদ্য বদলী আদেশপ্রাপ্ত অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম কে বিদায়ী ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতীম মন্ডল প্রমুখ।