
মোঃ আকবর হোসেন,তালা: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর আওতায় তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত হয়েছেন।
নিবিড় বিশ্লেষনের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসন সকল উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে তথ্য পর্যালোচনা করে মোঃ ইকবাল হোসেনকে জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত করা হয়। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পিতা মোঃ সোহরাব হোসেন এবং মাতা সাহিতোন্নেসার কৃতি সন্তান।
তালা উপজেলা তৃনমূল হতে শুরুকরে সুশিল সমাজের ব্যক্তিবর্গরা মনে করেন, ইউএনও মোঃ ইকবাল হোসেন, একজন অত্যন্ত সৎ,ন্যায়পরায়ন এবং আদর্শবান একজন মানুষ। তিনি দূণীতির বিরুদ্ধে নিয়মিত লড়াই করে চলেছেন। তার মত সৎ মানুষ পৃথিবীতে বড় অভাব। কখনও অন্যায়ের সাথে আপস করেন না। মাদক,বাল্য বিবাহ, সরকারী জমি দখল, নেট পাটা অপসারন, রাস্তা দখল করে দোকানঘর নির্মানসহ অবৈধ্য দখলদারদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন। অত্যন্ত সফলতার সহিত তার নিয়মিত সরকারী কর্তব্য পালন করে চলেছেন। অন্যায়ের সাথে তিনি কখনও আপস করেননী। এ সকল বিষয় উপলব্ধি করে তাকে ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ ভুষিত করা হয়।
তালার ইউএনও ইকবাল হোসেন, প্রায় ৫ মাস আগে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তিনি। ‘ক্লিন সাতক্ষীরা,গ্রিন সাতক্ষীরা’ গড়ে তোলার লক্ষ্যে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন নিরলসভাবে কাজ করে চলেছেন। নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখে ইতিমধ্যেই তিনি অত্র উপজেলার তিন লক্ষাধিক মানুষকে মুগ্ধ করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখার জন্য তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।