তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় তালা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, তালা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, তালা প্রেসক্লাব, মাগুরা ইউনিয়ন বিএনপির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা শাখা, তালা মহিলা কলেজ, আইডিয়াল মহিলা কলেজ, মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়, মাগুরা বালিকা উচ্চ বিদ্যালয়, পিএসজে দাখিল মাদ্রাসা, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, সোনালী ব্যাংক মাগুরা শাখা, মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান হতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান,উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার,বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ,ইউপি সদস্য মো. ফারুক হোসেন,তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য মো. ফয়সাল হোসেন, কাজী ইমদাদুল বারী জীবন,পার্থ প্রতিম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মীর্জা সাকিব, শাহ জালাল আহমেদ প্রমূখ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তালায় ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশীল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।