বিশেষ প্রতিবেদক, তালা: তালায় নেশা জাতীয় ট্যাবলেট ১০০ পিচ ইয়াবা সহ ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান শেখ(৫১) আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি থানাধীন মাগুরা গ্রামের মৃত শফিয়ার রহমান শেখের পুত্র। গত শনিবার(৭ই নভেম্বর) রাত ৮.৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি চৌকস টিম বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসআই খলিল,এসআই জিহাদ,এএসআই শওকাত সহ সঙ্গীয় টিম অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হিসাবে মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান শেখ(৫১) আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,ধৃত আসামীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-০৫,তারিখ-০৭/১২/২০২৪।