নব কুমার দে,তালা: তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শুভাষ বৈরাগীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পঙ্কজ কুমার দাশ ও সঞ্চালনা করেন প্রভাষক আনন্দ কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালা উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক ঘোষ স্বরজিৎ কুমার,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিত দাশ বাপ্পী। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন পঙ্কজ কুমার দাশ। সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন প্রভাষক আনন্দ কুমার মণ্ডল। অনুষ্ঠানে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাথে বসে অন্যান্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করা হবে।