তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খলিলগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী, দিনমজুরসহ নানা শ্রেণী-পেশার মানুষের মাঝে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করা হয়।
কর্মসূচিতে আগত প্রত্যেক অংশগ্রহণকারীর রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এতে মানুষ শুধু নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছে তা নয় , বরং ভবিষ্যতে জরুরি মুহূর্তে রক্তদানে আগ্রহ ও জাগরণ তৈরি হয়েছে।
রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, এসিস্ট্যান্ট সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক, ডা. মোঃ সাইদুর রহমান, তালা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক বিধান চন্দ্র রায়, ডাঃ অখিল চন্দ্র, মশিউর রহমান,অর্জুন বিশ্বাস,আনোয়ার হোসেন, প্রিতম,প্রান্ত, নিরব, মুন্নি খাতুন, ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জহর হাসান সাগর,শিহাব মোড়ল, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা সরদার, সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল,
যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী, শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান, তামিম বিশ্বাস প্রমুখ।
ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান, মানবিক দায়বদ্ধতা থেকে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।