নব কুমার দে, তালা: তালার ইসলামকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ কার্যক্রমের আয়োজন করেন। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মাছুম বিল্লাহ, ইসলামকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশী দাশ প্রমুখ। উদ্বোধনী দিনে ২৩২ জন শিক্ষার্থীকে ২০০ মি.লি. করে দুধ খাওয়ানো হয়। প্রতিদিন স্কুল চলাকালে তাদেরকে দুধ খাওয়ানো অব্যাহত থাকবে বলে জানানো হয়।