তালা প্রতিবেদক : তালায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তালা উপজেলার গোনালী এফসিসিবি চার্চের হলরুমে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং সিডার ফান্ডেরএর অর্থায়নে, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ফর সাসটেনেবল এডুকেশন প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক রন্টু গাইন, রঘুনাথ সরকারসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। উক্ত প্রশিক্ষণের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।