
বিশেষ প্রতিবেদক, তালা: আগত উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে তালার জালালপুর কৃষ্ণকাটি বাজার চত্বরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। তালায় জাতীয় পার্টির উপজেলা কমিটির যুগ্ম- সাধারন সম্পাদক মুহা. আমিরুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা মো. আজিজুর রহমান, যুব সংহতির জালালপুর ইউনিয়ন সাধারন সম্পাদক মো. শফিয়ার রহমান, যুব সসংহতির ওয়ার্ড সিনিয়র সহ- সভাপতি মো. বাপ্পী শেখ, ওয়ার্ড সভাপতি শাহিনুর রহমান, জাতীয় ছাত্র সমাজের নেতা রবিউল ইসলাম, মো. ইসরাফিল গাজী প্রমুখ। পথ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লীবন্ধু প্রশাসনকে বিকেন্দ্রীয় করনের মাধ্যমে জনগনের কাঙ্খিত সেবা তাৎক্ষনিক নিশ্চিত কল্পে প্রতিটি থানা কে উপজেলায় রুপান্তরিত করে সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্টা নিশ্চিত কল্পে উপজেলায় মিনিপার্লামেন্ট সৃষ্টি করে দ্রুত জনগনের সমস্যা সমাধান নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পল্লীবন্ধুর সেই উপজেলায় জনগনের অধিকার নিশ্চিত কল্পে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করার আহব্বান জানান।