বিশেষ প্রতিবেদক, তালা: তালার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ কাশেম(৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ...রাজিউন) তিনি তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা মহিলা কলেজ ও তালা সরকারি বালিকা বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠাতা ছিলেন। ২৬ অক্টোবর সকালে তিনি স্ট্রোক জনিত কারণে প্রথমে তালা হাসপাতাল ও পরবর্তীকালে খুলনা আদ দ্বীন হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ৩ পুত্র অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিকসহ সকল শ্রেণীর মানুষ ও শিক্ষার্থীদের মধ্য শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সভাপতি এস,এম নজরুল ইসলামসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।