নজরুল ইসলাম, তালা: তালায় শাহাপুর বাজারের চায়ের দোকান তালা থানার ওসির হস্তক্ষেপে ৮ দিন পর দোকান খুলছেন সিদ্দিক শেখ। ঘটনার বিবরনে প্রকাশ, তালা শাহাপুর গ্রামের মৃত নছিম উদ্দীন শেখ এর পুত্র ও জন্ম থেকে জাতীয় পার্টির পরিাবারের সদস্য হতদরিদ্র মো. সিদ্দিক শেখ (৬৫) এর শরীলে বড়ধরনের অপারেশন থাকায় ভারি কাজ করতে পারেন না। শাহাপুর বাজারে একটি নিজস্ব ঘরে চায়ের দোকান করে বিগত কয়েক বৎসর ধরে চা বিক্রি করে কোন রকমে খেয়ে না খেয়ে অর্ধহারে অনাহারে দিনাতীপাত করছেন। বর্তমান প্রতিটি চায়ের দোকানে টেলিভিশন থাকে। খবর, খেলা দেখা বিভিন্ন ছায়াছবি দেখেন চায়ের খরিদ্দাররা। উক্ত টেলিভিশনে খবর দেখাকে কেন্দ্র করে শাহাপুর গ্রামের মৃত চেনে মোড়লের পুত্র আব্দুল আজিজ মোড়ল ওরফে হাজী মোড়ল (৫০) সাথে বিএনপির ক্যাডার বর্তমান সরকার দলের সমর্থক সেজে সজিব মোড়ল (৩০) পিতা কামরুল মোড়ল গ্রাম শাহাপুর সহ একটি সংঘবদ্ধ দল বল প্রয়োগ পুর্বক তার চায়ের দোকান বন্ধ করে দেয়। দোকান খুললে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়। ভীতসন্তুষ্ট সিদ্দিক মোড়লের দোকান খুলতে দেয়নি। অবশেষে সিদ্দিক মোড়ল বৃহষ্পতিবার রাতে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে মৌখিকভাবে জানান। অফিসার ইনচার্জ কে তার পেটে বিশাল অপারেশন দেখান এবং বিস্তারিত শুনে সিদ্দিক শেখ কে তার চায়ের দোকান খোলার জন্য বলেন। পরবর্তি কোন সমস্যা হরে তিনি দেখবেন মর্মে আশ্বাস প্রদান করায় ৮ দিন চায়ের দোকানটি বন্ধ থাকার পর শুক্রবার বিকাল থেকে চায়ের দোকানে বসে সিদ্দিক সেখ চা বিক্রয় করছেন।এই চক্রটি শাহাপুর ভায়ড়া গ্রামের মানুষের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি করেছেন। তাদের কাছে সকল সময় হাতুড়ি থাকে। যে কোন অজুহাতে এলাকাবাসির প্রতি চড়াও হয়। গ্রেপ্তার করার হুমকি দেয়। শাহাপুর বাজার টি তাদের দখলে রেখেছে। মানুষের বাক স্বাধীনতা নেই। এই বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে ভায়ড়া শাহাপুর গ্রামবাসি। নির্বাচনের পুর্বমুহুর্তে এই বাহিনীর কর্মকান্ডে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টিসহ সরকারের ভাকমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশাসনের গোপন প্রকাশ্য তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।