
কিশোর কুমার: তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলার খেরশা ইউনিয়নের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল একই এলাকার বাসিন্দা। এর আগে তিনি শুক্রবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। গার্ড ও অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার আরাফাত হোসেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দিন, তালা থানার কর্মকর্তা (ওসি তদন্ত) এম. এম সেলিম খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ।