তালা: রাইস কুকারের পানিতে হাতি দিয়ে পানির তাপ পরীক্ষা করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে তালার বারুইহাটি গ্রামে ৭মাসের শিশু জয়নব খাতুন’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক সুইচ অন রেখে শিশু জয়নবকে কোলে নিয়ে তার মা পানির তাপ পরীক্ষা করার সময় এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মাতা জান্নাতুন খাতুন-ও গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জান্নাতুনের নিজ বাড়িতে।
উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়ল জানান, সোমবার দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল তার স্ত্রী জান্নাতুল। একপর্যায়ে শিশুকন্যা জয়নব খাতুনকে কোলে নিয়ে ওই পানি গরম হয়েছে কিনা- তা বোঝার জন্য রাইস কুকারের পানিতে হাত দেয় স্ত্রী জান্নাতুন। এসময় বৈদ্যুতিক সুইস অন থাকায় তারা উভয়ে রাইস কুকারের পানি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে আহত মা ও শিশু মেয়েকে দ্রুত তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যা জয়নবকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মাতা জান্নাতুন খাতুনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে বারুইহাটি গ্রামে যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে, পরিবারের কারও কোনও অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে শিশুর মৃতদেহ ময়না তদন্ত না করে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এদিকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।